মারা গেছেন ‘স্টার ট্রেক’ খ্যাত মার্কিন অভিনেতা

‘স্টার ট্রেক’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা গ্যারি গ্রাহাম মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সোমবার ওয়াশিংটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেতার মৃত্যু হয় বলে জানায় গ্যারির স্ত্রী বেকি গ্রাহাম।

- Advertisement -

গ্যারির প্রাক্তন স্ত্রী ফেসবুকে অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকবার্তা জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রাক্তন স্বামী এবং আমাদের একমাত্র সন্তান হেইলি গ্রাহামের বাবা গ্যারি গ্রাহাম প্রয়াত হয়েছেন।’’

- Advertisement -google news follower

১৯৭৯ সালে ‘হার্ডকোর’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন গ্যারি। ‘রোবট জোক্স’, ‘দ্য জ্যাকল’, ‘অল দ্য রাইট মুভস’- সহ অভিনয় করেছেন প্রায় ৩০টি ছবিতে। পাশাপাশি অভিনয় করেছেন একাধিক টিভি সিরিজ।

তবে দর্শক তাঁকে মনে রেখেছেন ‘স্টার ট্রেক’ সিরিজ়ের জন্য। ১৯৯৫ সালে টিভির জন্য তৈরি সিরিজ় ‘স্টার ট্রেক: ভয়জার’-এ গ্যারি ওকাম্পান জাতির দলপতি টানিসের চরিত্রে অভিনয় করেন।

- Advertisement -islamibank

২০০১ থেকে পরবর্তী পাঁচ বছর ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ়’ সিরিজ়ে ভালকান অ্যাম্বাসাডর সোভালের চরিত্রে অভিনয় করেন।

এ ছাড়াও অনুরাগীদের তৈরি ‘স্টার ট্রেক’-এর একাধিক ছবি ও সিরিজ়ে তিনি অভিনয় করেছিলেন। এ ছাড়াও কল্পবিজ্ঞান সিরিজ় ‘এলিয়েন নেশন’-এ গোয়েন্দা ম্যাথ্যু সাইকসের চরিত্রে তাঁর অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM