বিরল প্রজাতির ১৭ কচ্ছপ উদ্ধার, সাজা পেল একজন

বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭টি কচ্ছপ উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

- Advertisement -

সোমবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাট বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

- Advertisement -google news follower

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, প্রকাশ্যে কচ্ছপ বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাট বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে ১৭টি জীবিত কচ্ছপসহ আটক করা হয়।

- Advertisement -islamibank

তিনি আরও জানান, পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ ধারা মতে ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় উদ্ধার করা প্রায় ১৫ কেজি ওজনের ১৭টি কচ্ছপ উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM