পাটুরিয়ায় ফেরি ডুবি: নিখোঁজ সহকারী চালক হুমায়ুনের লাশ উদ্ধার

পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ সেকেন্ড মাস্টার হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

নিখোঁজের ৬দিন পর ঘটনা স্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে হুমায়ুনের লাশ।

- Advertisement -google news follower

আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান।

নিহত হুমায়ুন কবীর পিরোজপুর জেলার ভান্ডারিয়া হাড়িভাঙ্গা এলাকার আব্দুল রতিফের ছেলে।

- Advertisement -islamibank

ফায়ার সার্ভিসের পাটুরিয়া কাম আরিচা স্থলবন্দর কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর থানার বাহাদুরপুর পদ্মা নদীর তীরে আজ বেলা ৪টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। উদ্ধার করা লাশটি নিখোঁজ হুমায়ুনের। তাঁর ছোট ভাই রফিকুল তা শনাক্ত করেন।

ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আরিচা শাখার সাধারণ সম্পাদক সুমন খান বলেন, পাটুরিয়া ফেরিঘাটে মাস্টারের জানাজা শেষে লাশ তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

গত ১৭ জানুয়ারি পদ্মার পাটুরিয়া ফেরিঘাটের অদূরে ৯ টি যানবাহন নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ঘটনার দিন থেকেই নিখোঁজ ছিলেন ফেরির দ্বিতীয় যন্ত্রচালক হুমায়ুন কবির।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM