চীনে স্কুল ছাত্রাবাসে আগুন: নিহত ১৩

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শনিবার (২০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -google news follower

আন্তর্জাতিক গণমাধ্যম সিনহুয়ার বরাতে বলছে, শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে স্কুলে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রায় ৪০ মিনিট চেষ্ট চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

- Advertisement -islamibank

সিনহুয়া জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ আগুনের সুত্রপাত নিয়ে অনুসন্ধান করছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছাত্রাবাসের এক স্টাফকে আটকও করা হয়েছে।

হেনানের প্রধান শহর নানইয়াংয়ের সংলগ্ন ইয়ানসানপু গ্রামের এই স্কুলটি সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য জানা যায়নি। পাশাপাশি নিহতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কত, সে সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি সিনহুয়া।

স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি দেয়া না হলে মৃতদের আত্মা শান্তি পাবে না।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM