স্কুলের পিকনিকে গিয়ে নৌকা উল্টে ১৫ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

ভারতের গুজরাটের একটি লেকে স্কুল পিকনিকের নৌকা উল্টে পানিতে ডুবে ১৫ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বরোদার হার্নি লেকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিক্ষক এবং ১৩ জন শিক্ষার্থী।

- Advertisement -google news follower

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় বলা হয়, উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৫ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল।

গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

- Advertisement -islamibank

নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে এখন সেখানে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়ত কাঁদার মধ্যে আটকে গেছে।

পিকনিকের নৌকা উল্টে ১৫ শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা দিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

গুজরাটের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা জানতে পেরেছেন শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি উল্টে যায়। প্রাথমিক অবস্থায় তারা ছয় শিক্ষার্থী নিহত হওয়ার খবর পান।

৩৫ জনের মধ্যে ১০ জনকে জীবিত এবং ১৫ জনকে মৃত উদ্ধার করায় এখনো ১০ জন নিখোঁজ আছে। তাদের উদ্ধারে সেখানে এখন ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM