চারদিনের সরকারি সফরে আজ দুপুরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে আজ সোমবার পাবনায় যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের মতো এ জেলায় সফর তার।

- Advertisement -

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান চারদিনের সফরটি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী সোমবার দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছাবেন। শুরুতে সার্কিট হাউসে গার্ড অব অনার নিবেন। সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

- Advertisement -islamibank

বৃহস্পতিবার বিকেলে ৩টায় পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সফরকালে পাবনা প্রেস ক্লাব, পাবনা ডায়াবেটিক সমিতি, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি যাবেন। এছাড়া আরিফপুর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবর জেয়ারত করবেন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফর করেন নিজ জেলা পাবনায় যান। রাষ্ট্রপতি হিসেবে প্রথম তার নিজ জেলা পাবনায় গিয়েছিলেন গত বছরের ১৫ মে। এসময় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM