দেশের সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি তাপমাত্রা তেঁতুলিয়ায়

কনকনে শীতে কাবু উত্তরাঞ্চলসহ সারাদেশ। শীতের দাপটে ব্যাহত জনজীবন। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-বালাই। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়ায়।

- Advertisement -

কুয়াশার চাদরে মোড়ানো সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সঙ্গে হিমেল বাতাস। প্রচণ্ড শীতে স্থবির জনজীবন।

- Advertisement -google news follower

কয়েকদিন বিরতির পর ঠাকুরগাঁওয়ে আবারও ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া।

সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত গুঁড়িগুঁড়ি মতো কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ।

- Advertisement -islamibank

হাঁড় কাঁপানো শীতে জবুথবু রংপুরের জনজীবন। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে।

এদিকে, কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। ঠাণ্ডা বাতাসে দিশেহারা সাধারণ মানুষ। বেশি বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।

মৌলভীবাজারে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীতে বেশি কষ্টে আছে চা-শ্রমিকরা।

এছাড়া তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে কুড়িগ্রাম, গাইবান্ধাসহ নদীপাড়ের চরাঞ্চলের মানুষের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM