হাটহাজারীতে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর, আহত ৪

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা ও গণসংযোগের সময় ৩ টি গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে গাড়িতে থাকা ৪ জন আহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী।

- Advertisement -google news follower

আহতরা হলেন, মো.সাব্বির, আব্দুল আজিজ,মোরশেদ আলম ও আলাউদ্দিন।

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, প্রতিদিনের মতো নির্বাচন প্রচারণা ও গণসংযোগের গাড়ি বের হয়েছিল।

- Advertisement -islamibank

প্রচারণার গাড়ি কাটিরহাট উচ্চবিদ্যালয় অতিক্রমের সময় জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সমর্থনকারীরা গাড়ীসমূহের গতিরোধ করে ভাঙচুর করে। গাড়ি থাকা ৪ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, আমার কেটলি প্রতীকের সমর্থনে মিছিল বা নির্বাচনী প্রচার বন্ধ করতে বলে।

এ সময় গাড়ী সমূহ ঘটনাস্থল ত্যাগ করে। নাজিরহাট নতুন রাস্তার মাথায় চলে যায়। চারিয়া অভিমুখে স্লোগান দিয়ে যাত্রা শুরু করলে পুনরায় গাড়ীতে ইট-পাটকেল ছোঁড়া হয়। দুইটি গাড়ি আটকিয়ে রাখা হয়। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গাড়ি ভাঙচুরের বিষয়ে থানায় কোন ধরণের অভিযোগ দেয়নি। ঘটনার বিষয়ে উপজেলা সহকারী (ভূমি) সঙ্গে যোগাযোগ করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM