বোয়ালখালীতে আগুনে দগ্ধ ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু

বোয়ালখালীতে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো.সাইফুদ্দিন (৩৫) নামের এক ভাঙারি ব্যবসায়ী মারা গেছেন।

- Advertisement -

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছোট ভাই মো.খোরশেদ আলম।

- Advertisement -google news follower

সাইফুদ্দিন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আপির বাপের বাড়ির মো.নুরুল আলমের ছেলে। তিনি ৪ সন্তানের জনক।

জানা গেছে, গত সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কধুরখীল মুক্তিযোদ্ধা রিভার ভিউ এলাকার একটি চায়ের দোকানে সিলিন্ডারের ছড়িয়ে পড়া গ্যাসে আগুন লেগে দগ্ধ হন সাইফুদ্দিন।

- Advertisement -islamibank

সাইফুদ্দিনের বন্ধু ভাঙারির ব্যবসায়ী মো.মানিক জানান, ঘটনার দিন তারা রিভার ভিউ এলাকার একটি চায়ের দোকানে বসে তারা চা খান।

এই সময় ক্রয় করা একটি পুরাতন সিলিন্ডার দেখার সময় গ্যাস ছড়িয়ে পড়ে আগুন লেগে যায়। এতে সাইফুদ্দিন দগ্ধ হন।

তবে চা খেয়ে দোকান বের হয়ে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান মানিক।

জেএন/পুজন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM