সূর্য-কুলদ্বীপ নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারাল ভারত

ঘরের মাঠে তৃতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের সেঞ্চুরির পর কুলদ্বীপের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে পরাজিত করে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে ভারত।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে সূর্যকুমারের সেঞ্চুরিতে ভর করে ২০১ রানে বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত।

- Advertisement -google news follower

জবাবে কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে ৩৭ বল আগে থাকতে ৯৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ভারত জয় পায় ১০৬ রানে বিশাল ব্যবধানে।

ভারতের দেয়া লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানের আগে ৪ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তারা ৯৫ রান করতে সক্ষম হন।

- Advertisement -islamibank

ভারতের হয়ে কুলদ্বীপ যাদব ৫টি, রবীন্দ্র জাদেজা ২টি, আর্শদ্বীপ ও মুকেশ কুমার একটি করে উইকেট পান।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২৯ রানেই গিল ও তিলক ভার্মাকে হারায় তারা। তবে তৃতীয় উইকেটে জসওয়াল ও সূর্যকুমার মিলে ১১২ রানের জুটি গড়ে দলকে সুবিধাজনক স্থানে নিয়ে যান।

এরপর রিংকুকে নিয়ে গড়েন ৪৭ রানের জুটি। এতে বড় সংগ্রহ পায় ভারত। সূর্য ৫৬ বলে ৮ ছয় ও ৭ চারে করেন ১০০ রান। এটি ছিল টি-টোয়েন্টিতে সূর্যর চতুর্থ সেঞ্চুরি।

এতে করে সূর্যকুমার ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরমেটে রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন।

ম্যাক্সওয়েল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টির চতুর্থ সেঞ্চুরি করেন গত মাসে গুয়াহাটিতে ভারতের বিপক্ষে। সবার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার সেঞ্চুরি করেন রোহিত শর্মা, তাও ৫ বছর আগে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM