আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া সাতকানিয়ার মোতালেব দোয়া নিলেন প্রধানমন্ত্রীর

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হয়েছেন এম এ মোতালেব সিআইপি।

- Advertisement -

বিগত ৪ ডিসেম্বর সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মনোনয়নপত্র বাছাই শেষে ১ শতাংশ ভোটারে স্বাক্ষর জটিলতার অজুহাতে মোতালেবের মনোনয়নপত্র বাতিল করেন।

- Advertisement -google news follower

প্রার্থীতা ফিরে পেতে পর দিন ৫ ডিসেম্বর (মঙ্গলবার) নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন মোতালেব।

১০ ডিসেম্বর রোববার সকালে নির্বাচন কমিশন (ইসি) ভবন রাজধানী আগারগাঁও এ আপিল শুনানী হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন মোতালেবের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেন।

- Advertisement -islamibank

প্রার্থিতা ফিরে পেয়ে দলীয় সভানেত্রীর দোয়া নিতে আজ (বুধবার) দুপুরে গণভবনে ছুটে গেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপি।

অবশেষে গণভবনে সাক্ষাৎ করে দোয়া নিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার।

এম এ মোতালেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার জন্য বলে দোয়া করেছেন। বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক করতে হবে।

ভোটারবান্ধব পরিবেশ বজায় রেখে, নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা ধারণ করেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে হবে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপি।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM