বৃদ্ধকে আটকে রেখে মারধরের অভিযোগ: ৩ নারী আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধকে চাঁদার দাবিতে আটকে রেখে মারধর করার অভিযোগে পুলিশ অভিযুক্ত তিন নারীকে আটক করেছে।

- Advertisement -

চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা চুনারটাল এলাকার মনু সওদাগরের বিল্ডিং থেকে পুলিশ তাদের আটক করে।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ১৩নং মন্দরী ইউনিয়ন এলাকার সুনামপুর ফকির বাড়ীর মো. সোহাগ মিয়ার স্ত্রী সাহিমা আক্তার ওরফে সুমি (২২), কর্ণফুলী থানা্ধীন ৭নং ইউনিয়নের জুলধা এলাকার নজরুল্লা হাজী বাড়ির নুর মোহাম্মদের মেয়ে লাকী আক্তার (২০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন ঝিন্নাতপুর, কড়ইবাড়ী এলাকার তারোক মেম্বারের বাড়ীর মৃত ছন্দু মিয়া স্ত্রী জুলেখা খাতুন (৫২)।

আজ শনিবার (৯ ডিসেম্বর) আটকের তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, নগরীর চান্দগাঁও জেলার ৫নং ওয়ার্ডের পূর্ব মোহরা দেওয়ান মহসিন রোডের আবুদুর রশিদ কেরানী বাড়ীর মৃত আবদুল হামিদের ছেলে মো. আবু ছৈয়দ (৭১)কে চাঁদার দাবিতে আটকে রেখে মারধর ও হুমকি প্রদর্শনের অভিযোগ পাই।

- Advertisement -islamibank

অভিযোগের সূত্র ধরে পাঠানিয়া গোদা চুনারটাল এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন নারীকে আটক করে থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM