মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়া

সকাল থেকে বৃষ্টির কারণে ঢাকার মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হতে দেরি হচ্ছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে পিচ ও মাঠের বেশকিছু অংশ কাভার দিয়ে ঢাকা রয়েছে।

- Advertisement -google news follower

টেস্টের প্রথম দিনেও মেঘাচ্ছন্ন আকাশ ছিল।

যার কারণে ম্যাচ খেলা কম হয়। খেলা কম হওয়ায় দ্বিতীয় দিনে সময় এগিয়ে ৯টা ১৫মিনিটে খেলা শুরুর কথা ছিল। তবে এবার দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই দেরি হচ্ছে।

- Advertisement -islamibank

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

তবে কম লক্ষ্য হলেও বাংলাদেশের প্রথম ইনিংসের জবাব দিতে নেমে চাপে পড়তে হয় কিউইদের।

দিনের খেলা শেষ হওয়ার আগে ৫৫ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট। টাইগারদের ৫ উইকেট-ই নিয়েছেন দুই স্পিনার তাইজুল ও মিরাজ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM