রাউজানে রোড ডিভাইডারে সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু-আহত ৫

চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

- Advertisement -

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সড়কের রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা নতুন রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

এতে লিপি বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক ও শিশুসহ আরও ৫ জন।

নিহত লিপি বেগম (৩৭) রাঙামাটির রিজার্ভবাজার ব্যাটারিগলি এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন- নিহতের স্বজন মোহাম্মদ আলী (৪০), তার স্ত্রী ললিতা বেগম (৩৫), ছেলে মো. হাছান মিয়া (৭), হাছিনা বেগম (৩৫) ও অটোরিকশা চালক মো. মারুফ (২২)।

- Advertisement -islamibank

নিহতের স্বামী তৌহিদুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৯টায় রাঙামাটি থেকে অটোরিকশা নিয়ে আমার স্ত্রী লিপি ও আত্মীয় স্বজনরা হাটহাজারীতে যাচ্ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে রাউজানে এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক হতাহতের স্বজনদের বরাতে জানান, রাঙামাটি থেকে সিএনজি অটোরিকশাযোগে হাটাহাজারীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন লিপি বেগমসহ তার স্বজনরা।

সকাল সাড়ে ১১টার দিকে নতুন রাস্তার মাথা এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে লিপি বেগমসহ ৬ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতাল নিয়ে গেলে সেখানে লিপি বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন আপত্তি না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানালেন এ পুলিশ কর্মকর্তা।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM