লোহাগাড়ায় আগুনে রাইসমিলসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল পৌণে ৪ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই আল মদিনা নামক একটি অটো রাইসমিল ও ৭টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত রাইস মিলের মালিক আনোয়ার হোসেন এবং পুড়ে যাওয়া ৭ দোকানের জমিদার শাহাদাত হোসেন তারেক দাবি করছেন এ ঘটনায় তাদের অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -islamibank

তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন জহিরের মোটরসাইকেল ওয়ার্কসপে ওয়েল্ডিং মেশিনের সট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েক। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ছুটে আসেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM