চট্টগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর

সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন–২০২৩।

- Advertisement -

রোববার (৩ ডিসেম্বর) এ উপলক্ষে নগরের সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -google news follower

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সভার আয়োজন করেন।

সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিভাগীয় ক্যাম্পেইন চলাকালীন সময়ে সিটি করপোরেশনসহ বিভাগীয় পর্যায়ে ৬-১১ মাস বয়সী ৬ লাখ ৫ হাজার ১৪৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) ও ১২-৫৯ মাস বয়সী ৪৪ লাখ ৩৪ হাজার ৮৬১ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পূর্বের সফলতার এবারও ধরে রাখা হবে।

- Advertisement -islamibank

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ নওশাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এনএনএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গাজালা পারভীন রুহি, বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. ইফতেখার আহমেদ। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক রেজাউল করিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া), সিভিল সার্জন ডা. আহমেদ কবির (লক্ষীপুর). সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসাইন (চাঁদপুর), সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার (নোয়াখালী), ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসান, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শাহিদা আক্তার, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ আবদুর রাজ্জাক (ব্রাহ্মণবাড়িয়া), পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বেগম সাহানওয়াজ (রাঙ্গামাটি), পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. মোঃ কামরুল হুদা (নোয়াখালী), জ্যৈষ্ঠ্য সাংবাদিক রনজিত কুমার শীল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়–য়া, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহীনেওয়াজ, ইউনিসেফ’র প্রতিনিধি ডা. উবাসুই, চট্টগ্রাম সটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী প্রমূখ। স্বাস্থ্য, শিক্ষা, গণমাধ্যম, সরকারী-বেসরকারী পর্যায়ের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিগণ সভায় অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে হলে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, বাস স্ট্যান্ড, নৌ-ঘাটসহ গুরুত্বপূর্ণস্থানেও মাইকিং করে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হবে।

স্বাস্থ্য বিভাগ, সরকারী প্রতিষ্টান, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি ও এনজিও সংস্থাগুলোকে ক্যাম্পেইন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM