মনোনয়নপত্র জমা দিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

- Advertisement -

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়নপত্র জমা দেন জাবেদ।

- Advertisement -google news follower

মনোনয়নপত্র দাখিলের সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রনি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : ২০১২ সালের ৪ নভেম্বর আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

- Advertisement -islamibank

২০১৩ সালে ওই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন বাবুপুত্র সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এরপর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানেও তিনি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM