আন্দোলনে হাঁপিয়ে উঠেছে বিএনপি: ভূমিমন্ত্রী

বিএনপি আন্দোলনে হাঁপিয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে হাঁপিয়ে উঠেছে। এখন দেখি কালো পতাকা মিছিল করছে! কাকে দেখানোর জন্য করছে? কালো পতাকা মানে শোক। আগস্টে শোক ছাড়া আমি কিছু দেখতে পাই না। জ্বালাও পোড়াও আন্দোলনে মানুষ সাড়া দিচ্ছে না।’

- Advertisement -

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব মন্তব্য করেন তিনি।

- Advertisement -google news follower

ভূমিমন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে হত্যা করে ২০০১ থেকে হত্যার রাজনীতি শুরু করে। সেটি আবারও শুরু করেছে। তাদের রাজপথে দাঁত ভাঙা জবাব দেব আমরা।’

তিনি বলেন, ‘বিএনপি যাদের ওপর ভরসা করে ক্ষমতায় আসতে চাচ্ছে, তারাও বুঝে গেছে ক্ষমতায় আসা এত সহজ নয়। দেশে অশান্তি সৃষ্টি করে কখনো জনপ্রিয় হওয়া যায় না। শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে।’

- Advertisement -islamibank

মন্ত্রী আরও বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরের চাপও বেড়ে যায়। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য তিনি রেশন কার্ড চালু করেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকার নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের দুর্ভোগ আর থাকবে না।’

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন—দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রকৌশলী ফারুক আমজাদ খান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জমির উদ্দিন সিকদার, উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM