‘কক্সকাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে আনুষ্ঠানিক ট্রেনযাত্রা শুরু হবে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার।

- Advertisement -

এরুটে চলাচল করা ট্রেনের ছয়টি নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন রেলকর্তৃপক্ষ। সেখান থেকে পছন্দ করে কক্সবাজার এক্সপ্রেস নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -google news follower

মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ট্রেনের ছয়টি নাম প্রস্তাব করে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। তিনি ‘কক্সকাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করে এই নাম রাখতে সম্মতি দিয়েছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে এক ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে আনুষ্ঠানিক ট্রেনযাত্রা শুরু হবে।

- Advertisement -islamibank

‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের এই ট্রেন দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করলেও রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে পহেলা ডিসেম্বর।

ওই দিন রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে স্বল্প বিরতির পর ভোর ৬টা ৪০ মিনিটে পৌঁছাবে কক্সবাজার আইকনিক স্টেশনে।

এই ট্রেনের জন্য ৬টি নাম প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রীর আগ্রহে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামকরণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM