বান্দরবানে ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মৃত্যু

বান্দরবানের লামায় জমি চাষে বৃবহৃত ট্রাক্টরের নিচে চাপা পড়ে আব্দুল্লাহ নামে ৮ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার আজিজনগরে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহ আজিজনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়ার স্থানীয় আবেদ আলীর ছেলে। সে একই এলাকার চাম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় পাহাড়ের ঢালুতে উঠার সময় জমি চাষের ট্রাক্টর আটকে যায়। পাশ্ববর্তী স্থানে খেলারত শিশুদের চকলেটের লোভ দেখিয়ে ট্রাক্টর ঠেলতে ডেকে নেয়া হয়।

এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আব্দুল্লাহ’কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে।

- Advertisement -islamibank

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত মহসিন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে লামা থানায় মামলা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM