আগুনে পোড়া বগি নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে যমুনা এক্সপ্রেস

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।

- Advertisement -

শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে সরিষাবাড়ি-তারাকান্দি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

- Advertisement -google news follower

খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, জানালেন ফায়ার স্টেশনিটির সিনিয়র অফিসার রুহুল আমীন।

এদিকে আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত তিন বগি নিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে গেছে বলে তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আব্দুস সালাম।

- Advertisement -islamibank

তিনি জানান, এর আগে গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ী স্টেশনে যথাসময় আসে। স্টেশন থেকে তারাকান্দির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনের শেষের একটি বগিতে আগুন দেখা যায়।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটি বগি আংশিক পুড়ে গেছে।

রবিবার ভোর সকাল ৭টায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে আগুনে পোড়া তিন বগি নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে ট্রেনটি ছেড়ে গেছে। এখন এরুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM