ইভটিজিং-মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আজ (১১ নভেম্বর) শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ’র অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। প্রধান আলোচক ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।

আবছার উদ্দিন ও দিলরুবা খানম ছুটি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর’র বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, বাংলাদেশ স্কাউট’র চট্টগ্রাম অঞ্চলের উপ—পরিচালক গাজী খালেদ মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো’র সহকারী পরিচালক সৌমেন মন্ডল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহানারা ফারুক মলি।

- Advertisement -islamibank

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, সহ সভাপতি রোটারিয়ান ইউসুফ খান, চন্দনাইশ থানা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ওব্যাট হেল্পার্স’র প্রোগ্রাম ম্যানেজার সোহেল আকতার খান, মোঃ শরিফুল আলম, প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, রোভার স্কাউট সিটি কলেজ শাখা’র তাসনিয়া আক্তার, চুয়েট’র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (রাজস্ব) ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, চাটগ্যাইয়া নওজোয়ান’র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড ২০২০ বিজয়ী সংগঠন, হোপ ফাউন্ডেশন’র জেনারেল সেক্রেটারি রাদিয়া আজিজ চৌধুরী, এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মেহজাবিন আফরিন সামিরা।

সংগঠনের পক্ষে থেকে বক্তব্য রাখেন আবু বক্কর ছিদ্দিক, এড. প্রতাপ পাল, এড. বিবি আয়েশা, জাকিয়া জিহান নিপু, রোজী চৌধুরী, রহিমা আক্তার প্রমা, রক্সি জাহান ও সমীরন পাল।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের আইসিটি সম্পাদক আসিবুর রহমান।

বক্তারা বলেন, কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ হলো, সন্তান লালন পালনে পারিবারিক সচেতনতার অভাব, সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক প্রভাব তাই কিশোর গ্যাং, ইভটিজিং, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কোন ধরনের ঘটনা ঘটলে ভিকিটিমের পাশে দাঁড়াতে হবে এবং সঙ্গে সঙ্গেই প্রতিকারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে।

মনে রাখতে হবে দেশের প্রতিটি মানুষের অধিকার রয়েছে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার। সুন্দর সমাজ বিনির্মাণে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদক, সন্ত্রাস কিশোর গ্যাং ও ইভটিজিং বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM