মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে আনুমানিক ষাট বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে।

- Advertisement -

আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাই সোনাপাহাড়ের বিএসআরএম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদশীরা বলেন, সোমবার সকাল ৮টার দিকে বিএসআরএমের একটু উত্তর পাশে চেয়ারম্যান রোডের মুখে রেললাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

তার মাথায় আঘাত লেগেছে। তাদের ধারণা ট্রেনের ধাক্কায় বৃদ্ধটি মারা গেছেন। তবে লোকটির পরিচয় কেউ জানাতে পারেনি।

- Advertisement -islamibank

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মিরসরাইয়ের বিএসআরএম এলাকার রেললইন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে জানালেন উপ-পরিদর্শক আমজাদ হোসেন।

জেএন/হিমেল/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM