শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই অবহেলিতরা ভাতা পাচ্ছেন: নোমান মাহমুদ

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন।

- Advertisement -

আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে। নৌকার বিজয় হলে কারো ভাতা বন্ধ হবে না। গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্কসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে কারণে বিভিন্ন ভাতা চালু করেছে।

- Advertisement -google news follower

সরকারি সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার অসহায়দের সম্মানিত করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও পাচ্ছেন সুবিধা।

শনিবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দীন সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামী লীগ নেতা মো. ঈসা, নুরুল আবছার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, শফিউল আজম সেফু, মেজবাহ উদ্দিন পাপ্পু, শেখ শহীদুল আলম প্রমুখ।

জেএন/পুজন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM