অবরোধের শেষদিনে চট্টগ্রাম নগরে বেড়েছে যান চলাচল

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের শেষদিনে চট্টগ্রাম নগরজুড়ে বেড়েছে যান চলাচল। একইসাথে বেড়েছে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও ।

- Advertisement -

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগরের নিউ মার্কেট, আন্দরকিল্লা, জামালখান, মুরাদপুর, কাজীর দেউড়ি, বহদ্দারহাট, জিইসি, আগ্রাবাদ, নতুন ব্রিজসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

- Advertisement -google news follower

দেখা যায়, গত দুইদিনের তুলনায় সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। নতুন ব্রিজ এলাকায় পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার কয়েকটি গাড়ি ভোরেই ছেড়ে গেছে। আরও কিছু গাড়ি ছেড়ে যাওয়ার অপেক্ষায়।

সিএনজি অটোরিকশা চালক রহমত আলী জয়নিউজকে বলেন, অবরোধের অন্য দুইদিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যা বেশি। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা যাত্রীর ভাড়া পেয়েছি।

- Advertisement -islamibank

শহর থেকেও উপজেলাগুলোতে বাস ছেড়ে গেছে। সড়কে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক পুলিশ আছে। তবে খুব বেশি যাত্রী নেই।

কথা হয় প্যাসিফিক জিন্স লি. কর্মী সালাউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, অন্যদিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। গত কয়েক দিন অফিসে যেতে খুব ভোগান্তি হয়েছিলো। আজ গাড়ির সংস্যাটাও বেড়েছে।

কিন্তু দূরপাল্লার বাস পাওয়া মুসকিল। বিভিন্ন বাস কাউন্টারে কিছু যাত্রীকে দূরপাল্লার বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, অন্য দুইদিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি বেশি। গণপরিবহনের পাশাপাশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির কিছু গাড়ি আমরা ছাড়ছি।

এদিকে রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

জেএন/হিমেল/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM