মহাসড়কে টায়ার জ্বালিয়ে মিরসরাই বিএনপির বিক্ষোভ,অল্প সময়ে হাওয়া

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বারইয়ারহাট অংশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

- Advertisement -

বুধবার (১ নভেম্বর) ভোরে বারইয়ারহাট পৌর এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে এবং সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিএনপি একাংশের নেতা-কর্মীরা। তবে অল্প সময়ের মধ্যেই তারা উধাও হয়ে যায়।

- Advertisement -google news follower

জানা গেছে, বুধবার ভোরের আলো ফোটার পরেই পিকেটিংয়ের জন্য সুযোগ খুজছিলেন অবরোধে সমর্থণকারীরা।

ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজার এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের নেতৃত্বাধীন গ্রুপের উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল করেছে বিএনপি। অবশ্য খুব অল্প সময়ের ব্যবধানে দলটির নেতাকর্মীরা স্থান ত্যাগ করে চলে যায়।

- Advertisement -islamibank

অন্যদিকে প্রথম দিনের মতো আজও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে বিজিবি, পুলিশ টহল দিচ্ছে। ক্ষমতাসীন দল বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।

অবরোধ চলা সময়ে মহাসড়কে দূরপাল্লার কোন গণ পরিবহণ দেখা না মিললেও লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা, ব্যক্তিগত ও মালবাহী যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM