চট্টগ্রামে ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা খালপাড় এলাকায় মানবদেহের জন্যে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করছিল একটি প্রতিষ্ঠান। সেভানে অভিযান চালিয়ে ক্ষতিকর রং মিশ্রিত ১২ হাজার পিস আইসক্রিম জব্দ করে জেলা প্রশাসন ও বিএসটিআই।

- Advertisement -

এছাড়া প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করে। বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান চালায়।

- Advertisement -google news follower

তিনি জানান, কারখানা থেকে অত্যন্ত ক্ষতিকর রং মিশ্রিত ১২ হাজার পিস আইসক্রিম জব্দ করা হয়। তাদের মোড়কজাত বা প্যাকেজিং করার কোন লাইসেন্স ছিল না। দূষিত পানি এবং মানহীন বিভিন্ন পদার্থ এবং রং দিয়ে বাচ্চাদের খাওয়ার এ সকল আইসক্রিম তৈরি করছিল এই প্রতিষ্ঠানটি।

আইসক্রিম গুলোর গায়ে কোন উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ কিছুই ছিল না। এ সকল অপরাধে কারখানার মালিক ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জনসমক্ষে ১২ হাজার পিস মানহীন আইসক্রিম ধ্বংস করা হয়।

- Advertisement -islamibank

জেএন/এফও/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM