চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

এডিস মশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আরও এক নারীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহানারা সিদ্দিকা (৩০) নামের এ নারী। ফলে চলতি বছরে চট্টগ্রামে এ নিয়ে ৭৫ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।

- Advertisement -google news follower

তাছাড়া গেল ২৪ ঘন্টা সময়ে চট্টগ্রামে নতুন করে আরো ১২৩ জন ডেঙ্গু্জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮০২ জনে।

আজ রবিবার (১ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে এক নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলা হয়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে ৩০ বছর বয়সী জাহানারা সিদ্দিকাকে ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

- Advertisement -islamibank

ওই নারী ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা সিলিল সার্জনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫১ জন।

সরকারি হাসপাতালের ৭২ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, জেনারেল হাসপাতালে ৯, বিআইটিআইডি হাসপাতালে ৮, সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রামে ৩, বিভাগীয় পুলিশ হাসপাতালে ৬ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন।

বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৬১ জন। চলতি বছরে এ রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৪৪১ জন।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM