হিলি বাজারে দাম বাড়ল পেঁয়াজের

দিনাজপুরের হিলি বাজারে গেল চারদিনের ব্যবধানে কেজিতে ১৩ টাকা বেড়েছে ভারতীয় পেঁয়াজের। ৪৫ টাকা কেজির পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে ৫৮ টাকা দরে।

- Advertisement -

অপরদিকে, চারদিন আগেও দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ কেজি প্রতি ১০ টাকা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারতে দাম বৃদ্ধি ও আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

- Advertisement -google news follower

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ক্রেতারা বলছেন, তিনদিন আগেও ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ কিনতে হলো ৫৮ টাকায়। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে চলবো?

- Advertisement -islamibank

পেঁয়াজ ব্যবসায়ী শফিউর বলেন, বন্দরে পেঁয়াজ আমদানি কমে গেছে। ভারতেও দাম বেশি। চারদিন আগেও আমদানির পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি। বর্তমান তা ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি করছি ৮০ টাকা কেজি দরে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM