তহবিল সংগ্রহে সেন্ট প্লাসিডস স্কুলে ওপিএ ফান এন্ড ফেয়ার অনুষ্ঠিত

মানব সেবার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সেন্ট প্লাসিডস স্কুলের ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশনের (ওপিএ) উদ্যোগে ফান এন্ড ফেয়ার-২০২৩ আয়োজন করা হয়েছে।

- Advertisement -

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটাস্থ সেন্ট প্লাসিডস স্কুল প্রাঙ্গনে ফান এন্ড ফেয়ার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ব্রাদার স্যামুয়েল সবুজ বালা (সিএসসি)। ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশনের (ওপিএ) সভাপতি ওপিএন ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীর সভাপতিত্ব ও সজল চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ওপিএ’র সাধারণ সম্পাদক রিজভী রহমান, ওপিএন এরল গোমেজ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওপিএন হাফিজুর রহমান, ওপিএন জিএম হাসান, ওপিএন রোসাঙ্গীর বাচ্চু, ওপিএন এনএইচটি হোল্ডিং লিমিটেড’র চেয়ারম্যান সৈয়দ মো. তানসীর তৈমুর মোর্শেদ,ওপিএন প্রসেনজিৎ দত্তসহ সংশ্লিষ্ট ওপিএনবৃন্দ বক্তব্য রাখেন। ওপিএ ফান এন্ড ফেয়ার-২০২৩এ সেন্ট প্লাসিডস স্কুলের দুই শতাধিক ওল্ড প্লাসিডিয়ান অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, সেন্ট প্লাসিডস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা যারা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে স্ব স্ব অবস্থান থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেসব প্রাক্তন শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে মানব সেবার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আরো অনেকেই এগিয়ে আসবেন, উদ্যোগী হবেন-এটাই প্রত্যাশা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায়, ঐক্যবদ্ধ হাতে আমাদের সমাজ এগিয়ে যাবে;এই হোক আমাদের ব্রত।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM