চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে গেল ২৪ ঘন্টা সময়ে নতুন করে আরও ১৪৩ জন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে মারা গেছে একজন।

- Advertisement -

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৩৩১ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৮ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছেন।

জেলায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৬ জনে। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৪৮৯ জন।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM