আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিসির গুরুত্বারোপ

চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ ১০ সেপ্টেম্বর রোববার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

- Advertisement -google news follower

এসময় মালিমিডিয়ার মাধ্যমে বিগত আগস্ট/২৩ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তানভীর-আল-নাসীফ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বিজিবি প্রতিনিধি মোঃ আফছার, র‌্যাব প্রতিনিধি লেঃ কমান্ডার তৌফিক, কোস্টগার্ড প্রতিনিধি মোঃ ইফতেখার, নেভী প্রতিনিধি শরীফ আল মামুন, এনএসআই’র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা পিপি এডভোকেট মোহাম্মদ মহসিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, সিএমপি’র এসি (ক্রাইম) নূরে আলম মাহমুদ, চেম্বারের পরিচালক অহিদ সিরাদ চৌধুরী স্বপন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার (রাঙ্গুনিয়া), হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (ফটিকছড়ি), মোঃ আবদুল জব্বার চৌধুরী (চন্দনাইশ), তৌহিদুল হক চৌধুরী (আনোয়ারা), চৌধুরী মোঃ গালিব সাদলী (বাঁশখালী), উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন (বোয়ালখালী), মাহফুজা জেরীন (মিরসরাই), কে এম রফিকুল ইসলাম (সীতাকুণ্ড), মোঃ আতিকুল মামুন (পটিয়া), আতাউল গণি ওসমানী (রাঙ্গুনিয়া), সম্রাট খীসা (সন্ধীপ), আবদুস সামাদ সিকদার (রাউজান), ইশতিয়াক ইমন (আনোয়ারা), মোঃ শরীফ উল্লাহ (লোহাগাড়া), মাহমুদা বেগম (চন্দনাইশ), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), জেসমিন আক্তার (বাঁশখালী), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মোঃ মামুনুর রশিদ (কর্ণফুলী), সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, দোহাজারী পৌর মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা প্রমূখ। সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM