চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

৭৪ বছর পর চীনের গোয়াংডং প্রদেশে আবারো আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন সাওলা। শেনজেনসহ দেশটির দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন এলাকা ছাড়াও থমকে গেছে হংকং ও ম্যাকাওয়ের জনজীবন।

- Advertisement -

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে ঘণ্টায় প্রায় ২শ কিলোমিটার বেগ নিয়ে চীন ও হংকংয়ের দক্ষিণে অবস্থিত জুহাই শহরে আছড়ে পড়ে সুপার টাইফুন সাওলা।

- Advertisement -google news follower

শক্তিমাত্রার দিক দিয়ে ১৯৪৯ সালের পর অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হচ্ছে সাওলাকে।

এর প্রভাবে বাতিল হয়েছে জনবহুল প্রদেশ শেনজেন ও এশিয়ার ‘ফিন্যাসশিয়াল হাব’ হিসেবে পরিচিত হংকংয়ের শত শত ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান।

- Advertisement -islamibank

গোয়াংডং, ফুজিয়ানের ঝুকিপূর্ণ এলাকা থেকে ৯ লাখের বেশি মানুষকে সরানোর পাশাপাশি ফিরিয়ে আনা হয়েছে ৮০ হাজারের বেশি মাছ ধরার নৌযানকে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে তাইওয়ান উপকূলের দিকে এগোলেও এর প্রভাবে হংকং, ম্যাকাওসহ চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত আছে। উপড়ে গেছে বহু গাছপালা।

এর আগে টাইফুন সাওলা মোকাবিলায় সর্বোচ্চ ১০ মাত্রার সতর্কতা জারি করেছিলো হংকং প্রশাসন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM