মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে ৩ পাইলট নিহত

মধ্য ইউক্রেনের মাঝ আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ইউক্রেনীয় পাইলটের মৃত্যু হয়েছে। দেশটির বিমানবাহিনী শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

তিনজন পাইলটের ক্ষতি ইউক্রেনের জন্য একটি ধাক্কা। দেশটি পশ্চিমাদের থেকে পেতে যাওয়া এফ-১৬ যুদ্ধবিমানগুলোতে দ্রুত বিমান ক্রুদের প্রশিক্ষণের জন্য একটি বিশাল প্রচেষ্টা শুরু করতে চলেছে।

- Advertisement -google news follower

কিয়েভকে ৬১টি এফ-১৬ পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত জাইটোমির অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

বিমানবাহিনী বলেছে, নিহত পাইলটদের একজন কলসাইন ‘জুস’ ব্যবহার করে আন্তর্জাতিক গণমাধ্যমকে অসংখ্য সাক্ষাৎকার দেওয়ার পর সুপরিচিত হয়ে উঠেছিলেন।

- Advertisement -islamibank

বিমানবাহিনী টেলিগ্রামে লিখেছে, ‘আমরা হতাহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।

এটি আমাদের সবার জন্য একটি বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।’ দুর্ঘটনার পরিস্থিতির তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। সূত্র : রয়টার্স

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM