মহারাষ্ট্রে ভূমিধ্বস: নিহত ২০, মাটির নিচে শতাধিক মানুষ

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে ব্যাপক ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও মাটির নিচেই আটকে রয়েছেন শতাধিক মানুষ।

- Advertisement -

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে ভূমিধ্বসের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়ে।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ থমকে যাওয়ার পর উদ্ধার তৎপরতা আবার শুরু হয়েছে।

কর্মকর্তারা বলছেন, দুর্যোগের স্থানটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং কঠিন পথ উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করছে।

- Advertisement -islamibank

মহারাষ্ট্র সরকার জানিয়েছে, এ ঘটনায় এখনও অন্তত ১০৫ জন নিখোঁজ রয়েছে।

ভারতের বেশ কয়েকটি রাজ্যে গত দুই সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বন্যা ও ভূমিধ্বস হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রায়গড় জেলাসহ মহারাষ্ট্র রাজ্যের কিছু অংশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বুধবারের ভূমিধ্বস পাহাড়ের ঢালে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে আঘাত হানে। এতে ওই এলাকার ৫০টির মধ্যে প্রায় ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ ভূমিধ্বস তাদের গ্রামে আঘাত হানে।

বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে যাওয়া চড়াই-উৎরাই ভারী মেশিনের জন্য সেখানে পৌঁছানো কঠিন করে তুলছে। কর্মকর্তারা বলছেন, কাদার একটি বড় অংশ ম্যানুয়ালি পরিষ্কার করতে হবে।

এনডিআরএফ দল, পুলিশ এবং মেডিক্যাল টিম বর্তমানে ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে। উদ্ধারকাজে স্থানীয় ও ট্রেকারদেরও সামিল করা হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM