যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় চারজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্ধুক হামলায় চারজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে দুই শিশু। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

মার্কিন সংবামাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম. আউটল বলেন, শহরের কিংসেসিং এলাকার আশপাশে বন্দুক হামলার পরে, একটি এআর-স্টাইলের রাইফেল, হ্যান্ডগান, বুলেটপ্রুফ ভেস্ট এবং ভেস্টে থাকা গোলাবারুদসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আরেকজনের বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে আহত দুই শিশুর মধ্যে একজনের বয়স দুই ও অন্যজনের ১৩ বছর।

- Advertisement -islamibank

তদন্তকারীরা জানিয়েছেন, গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM