যে দেশে নিষিদ্ধ হলো বিউটি পার্লার!

আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির তালেবান শাসকরা।

- Advertisement -

তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার দেওয়া এক মৌখিক আদেশের কথা জানিয়ে স্থানীয় প্রশাসনকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে দেশটির নীতি-নৈতিকতা ও পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয়। খবর: টোলোনিউজ।

- Advertisement -google news follower

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার কাবুলভিত্তিক টেলিভিশন চ্যানেল টোলোনিউজকে জানান, রাজধানী কাবুলসহ সমগ্র আফগানিস্তানজুড়ে এ আদেশ কার্যকর করা হবে।

তিনি আরও জানান, এরই মধ্যে কাবুল পৌরসভাকে নারীদের বিউটি পার্লারগুলোর লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।

- Advertisement -islamibank

এই নির্দেশনা অনুযায়ী এখন যেসব বিউটি পার্লারের কার্যক্রম চলছে, সেগুলো বন্ধ করতে হবে। নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ থাকবে। বাতিল করা হবে আগের দেওয়া সব লাইসেন্সও।

নতুন করে ক্ষমতায় আসার পর তালেবান প্রশাসন নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে চলেছে। এরই মধ্যে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

পার্ক ও বিনোদনকেন্দ্রের দরজাও নারীদের জন্য বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM