চবির শাটল ট্রেনের ধাক্কায় শিশুসহ দুজনের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় ৮ বছর বয়সী এক শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর অক্সিজেন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন-রাজিয়া বেগম (৬৮) ও মো. সাহিল (৮)। বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় পাঠান পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। নিহত দুজনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তারা সম্পর্কে নানি-নাতি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

- Advertisement -google news follower

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রামের পুলিশ সুপার প্রকৌশলী হাসান চৌধুরী।

রেল সুত্র জানায়, রবিবার ২টা ৫০ এ শার্টল ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৩টার সময় আসা ট্রেনটি অক্সিজেন এলাকায় পৌঁছালে এক নারী ও এক শিশুকে ধাক্কা দেয়।

- Advertisement -islamibank

গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই নুর আলম আশিক বলেন, অক্সিজেন মোড় রেলক্রসিং এ শার্টল ট্রেনের ধাক্কায় গুরুতর আহতাবস্থায় একবৃদ্ধা নারী ও এক শিশুকে চমেকে আনা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। লাশ ইমারজেন্সি মর্গে রাখা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM