ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় চ্যালেঞ্জ বেশি

বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, রোজার ঈদে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা মাথায় রেখে এবারও সাজিয়েছি। তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় চ্যালেঞ্জ একটু বেশি।

- Advertisement -

এবার একদিকে যেমন যাত্রী সাধারণ গন্তব্যে যাবেন, অন্যদিকে পশুবাহী ট্রাক যাতায়াত করবে। এ ছাড়া যেহেতু এখন মৌসুমি ফলের সময়, তাই সেই গাড়িগুলোও আসবে।

- Advertisement -google news follower

সবকিছু বিবেচনায় রেখেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সবাই একসঙ্গে একযোগে কাজ করছি। আশা করছি এবারও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সক্ষম হব।

আজ শনিবার (২৪ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

- Advertisement -islamibank

আইজিপি বলেন, আগে মহাসড়কে যেমন খানাখন্দ বেশি ছিল, রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, বর্তমানে সেটা অনেক ভালো। উন্নয়নের অনেক কার্যক্রম এখনো চলমান রয়েছে। তারপরও ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথ যাতে স্বাচ্ছন্দ্যের হয় সেজন্য সবাই মিলে কাজ করছি।

পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি, এডিশনাল ডিআইজি লেভেলের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে যাত্রী সাধারণের গমন নির্বিঘ্ন করতে নিয়োজিত থাকবেন।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম স্বাগত বক্তব্য রাখেন। এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহবুদ্দিন খান, ঢাকা রেঞ্জের ডিআইজি (অপারেশন) হায়দার আলী খান, পুলিশ হেড কোয়াটার্সের এআইজি (মিডিয়া) মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM