রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জুন) ভোর রাতে বালুখালী ক্যাম্প-৮ ডব্লিউ কুতুপালং ২ ইস্ট ও ক্যাম্প ৩ এ ঘটনা ঘটে।

- Advertisement -

এতে হেড মাঝিসহ ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন উখিয়াস্থ ১৪ এপিবিএনের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ।

- Advertisement -google news follower

তিনি বলেন, গুলিবিদ্ধদের একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ও অপর ২ জনকে এনজিও সংস্থার তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- বালুখালী ক্যাম্প-৮ ডব্লিউ এর নুরুল আলম, কুতুপালং ২ ইস্ট এর রুহুল আমিন, ক্যাম্প-৩ এর হেড মাঝি নুর মোহাম্মদ।

- Advertisement -islamibank

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রত্যাবাসনের পক্ষে যে সব রোহিঙ্গারা কথা বলে তাদের চিন্থিত করে হামলা চালাচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

সৈয়দ হারুন অর রশিদ আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিবিড় টহল ও গোয়েন্দা নজরদারি চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM