ডাঃ আফছারুল আমিন এমপি আর নেই

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডাঃ আফছারুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত এই প্রবীণ রাজনীতিবিদ ঢাকার স্কয়ার হাসপাতালে শুক্রবার বিকাল চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- Advertisement -

এই তথ্য নিশ্চিত করেছেন তাঁর এপিএস দেলোয়ার হোসেন।

- Advertisement -google news follower

হাসপাতালের সকল কাজ শেষ করে তাকে আজকেই চট্টগ্রামে নিয়ে আসা হবে বলে তিনি জানান।

আমৃত্যু তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

- Advertisement -islamibank

২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে ডা. আফছারুল আমিনের। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM