সার্বিয়ায় বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণের একটি শহরের কাছে বৃহস্পতিবার দিনের শেষে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

- Advertisement -

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। ‘আরটিএস’ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ম্লাাদেনোভাকের কাছে একটি চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি বর্ষণ করে পালিয়ে যায়। পুলিশ হামলাকারীকে খোঁজ করছে।

- Advertisement -google news follower

ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং বেশ কটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। কয়েকটি হেলিকপ্টার অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়।

বুধবার ১৩ বছর বয়সী এক ছাত্র বেলগ্রেডের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৮ সহকর্মী এবং একজন নিরাপত্তা রক্ষীকে ও গুলি করে হত্যা করে। এ হামলার ঘটনা বলকান জাতিকে হতবাক করে দেয়।

- Advertisement -islamibank

২০২৩ সালে ম্লাদেনোভাকের একজন গ্রামবাসী তার ১৩ জন আত্মীয় ও প্রতিবেশীকে গুলি করে হত্যা করে। খবর এএফপি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM