বায়েজিদে র‍্যাবের জালে ধরা পড়ল মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি

চট্টগ্রামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলী আকবরকে গ্রেফতার করেছে র‍্যাব।

- Advertisement -

সাত বছর ধরে পলাতক থাকার পর বৃহস্পতিবার (৪ মে) নগরীর বায়েজিদ এলাকা থেকে দণ্ডিত এ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

- Advertisement -google news follower

র‍্যাব জানায়, গ্রেফতার আলী আকবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ডলু আরলিয়া গ্রামের বাসিন্দা মৃত হাচি মিয়ার ছেলে। ২০১৫ সালের ১০ নভেম্বরে নোটারি পাবলিকের ঘোষণার মাধ্যমে বিয়ে করেন নিহত তরুণীকে।

বিয়ের পর তারা চট্টগ্রাম শহরে বসবাস করছিলেন। বিয়ের কিছুদিন পর তরুণী তার বাবার বাড়িতে বেড়াতে আসে। ২০১৬ সালের ১২ জানুয়ারি সকালে তরুণী তার স্বামীর ব্যবসার জন্য বাবার কাছে এক লক্ষ টাকা চাইলে তার বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

- Advertisement -islamibank

একইদিন দুপুরে ভিকটিম বাড়ির কাউকে কিছু না বলে তার বাবার বাড়ি হতে চলে আসে।

এ নিয়ে স্বামী-স্ত্রী দ্বন্দ্বের এক পর্যায়ে ২০১৬ সালের ২০ জানুয়ারি ভুজপুর থানার বাদুরখিল এলাকার একটি খামারবাড়িতে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে আলী আকবর।

পরে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করলেও মরদেহ উদ্ধারের পর সে পালিয়ে যায়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১৯ মার্চ তাকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত।

মামলার তদন্তে উঠে আসে, প্রথম বিয়ে ও স্ত্রী থাকার বিষয়টি গোপন করে করা এই বিয়ের নিবন্ধনই ছিলো না। এছাড়া বিয়ে নিয়ে নোটারি পাবলিকের ঘোষণাটিও ছিলো মিথ্যা।

গ্রেফতার আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‍্যাব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM