ডাস্টবিন থেকে নবজাতককে জীবিত উদ্ধার

ডাস্টবিন থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) নোয়াখালী শহরের মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতকটি উদ্ধার হয়।

- Advertisement -

উদ্ধার হওয়া শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -google news follower

আল-রাজী হাসপাতালের সুপারভাইজার মো.আনোয়ার বলেন, আল-রাজী ও পার্শ্ববর্তী জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থান থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার হয়নি।

- Advertisement -islamibank

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসেন হাসপাতালে। আমরা নবজাতককে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। শিশুটি সুস্থ আছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে অনেকেই নবজাতককে শর্ত মেনে দত্তক নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযাগ করছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM