লিডস ইউনাইটেডকে ৪-১ গোলে হারাল আর্সেনাল

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে লিডস ইউনাইটেডকে উড়িয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ফের আট পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

- Advertisement -

এমিরেটস স্টেডিয়ামে শনিবার (১ এপ্রিল) প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।

- Advertisement -google news follower

৩৫তম মিনিটে সফল স্পট কিকে জেসুস এগিয়ে নেন দলকে। তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল আর্সেনাল। গত অক্টোবরের পর এই প্রথম ক্লাবের হয়ে জালের দেখা পেলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেন হোয়াইট ব্যবধান দ্বিগুণ করার খানিক পরই জোড়া গোল পূর্ণ করেন জেসুস। এরপর লিডস একটি গোল শোধ করলেও গ্রানিত জাকার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

- Advertisement -islamibank

২০২২ বিশ্বকাপে হাঁটুতে পাওয়া চোট কাটিয়ে গত মাসের মাঝামাঝি মাঠে ফেরেন জেসুস। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের তিনটি ম্যাচে বদলি হিসেবে নামার পর এই প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েই দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখলেন তিনি।

দিনের প্রথম ম্যাচে লিভারপুলকে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে নামিয়ে এনেছিল সিটি। ব্যবধানটা আবার ৮ পয়েন্ট হয়ে গেল।

২০০৩-০৪ মৌসুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের খোঁজে থাকা আর্সেনাল ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী সিটি। শিরোপা লড়াইটা চলছে মূলত এই দুই দলের মধ্যেই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM