ভারত থেকে ৫২০০ টন পাটবীজ আনার অনুমতি

এ বছর পাট ও পাট জাতীয় (মেস্তা ও কেনাফ) ফসলের বীজের বার্ষিক চাহিদা ৬ হাজার ৩৬৯ টন। এর মধ্যে প্রায় ৫ হাজার ২০০ টন বীজ ভারত থেকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৩০০ টন বীজ সরবরাহ করবে বিএডিসি।

- Advertisement -

কৃষিসচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে সম্প্রতি জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -google news follower

গত ২০২২-২৩ উৎপাদন বছরে ৫ হাজার টন পাটবীজের আমদানির অনুমতির বিপরীতে প্রকৃত আমদানি হয়েছিল ৪ হাজার ১৬৬ টন।

সভায় জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৭ লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে পাট, মেস্তা ও কেনাফ ফসল চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চাষের জন্য মোট বীজের চাহিদা প্রায় ৬ হাজার ৪০০ টন। এর মধ্যে ৪ হাজার ৬০০ টন ভারতীয় তোষা পাটের জাত জেআরও-৫২৪ এবং ৫৭৬ টন মেস্তা/কেনাফের (মোট ৫ হাজার ১৭৬ টন) বীজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

জাতীয় বীজ বোর্ডের একই সভায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি তোষা পাট ও একটি কেনাফের জাত ছাড়করণের অনুমতি দেওয়া হয়। এছাড়া ব্রি উদ্ভাবিত দুটি ধানের জাত ছাড়করণ করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM