ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মন্ত্রীর এপিএস

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী। পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু না জানালেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করছে তারা।

- Advertisement -

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান জানান, রাতে সাদেক হোসেন চৌধুরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বেইলি রোডের বাসভবন থেকে দাফতরিক কাজ শেষে নিজ বাসায় (ফার্মগেট) যাচ্ছিলেন। এসময় কারওয়ান বাজার এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

মো. রেজুয়ান খান আরও জানান, সাদেক হোসেন চৌধুরী বহনকারী গাড়িটি কারওয়ান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এসময় ছিনতাইকারীকে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তিনি চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM