ভারত ৪০৪ রানে অলআউট

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে ভারত। সফরকারীরা চট্টগ্রামে আগে ব্যাট করে অলআউট হয়ে তুলেছে ৪০৪ রান। প্রথম দিনে ২৭৮-এর সঙ্গে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে লোকেশ রাহুলের দল সংগ্রহ করেছে ১২৬ রান। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন চেতেশ্বর পূজারা।

- Advertisement -

এর আগে চট্টগ্রামে দ্বিতীয় দিনের প্রথম সেশন থেকেই ব্যাট হাতে লড়ে যাচ্ছিল ভারতীয় ব্যাটাররা। শুরুতে বাংলাদেশকে আজ প্রথম ব্রেক থ্রো এনে দেন পেসার এবাদত হোসেন। ৮৬ রান করা শ্রেয়াস আয়ারকে ফেরান পেসার তিনি, তখন ভারতের স্কোর ৭ উইকেটে ২৯৩ রান।

- Advertisement -google news follower

এরপর কুলদ্বীপ যাদবকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন রবিচন্দ্রন অশ্বিন। সেই জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ৫৮ রান করা অশ্বিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।

অশ্বিন আউট হওয়ার পর অবশ্য কুলদ্বীপও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই তাইজুল এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাকে (৪০)। ১৩৩.৫ ওভারে ভারত অলআউট হয় ৪০৪ রানে।

- Advertisement -islamibank

টাইগারদের হয়ে সর্বোচ্চ চারটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM