হালদায় বিষ প্রয়োগে মাছ শিকার, ১ জনকে কারাদণ্ড

হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নে হালদা রিসোর্স সেন্টারের পাশে গছালি খালের পশ্চিম পাশে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় এক ব্যাক্তিকে আটক করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিবাগত  রাত ২ টার দিকে আটককৃত আলমগীরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

- Advertisement -google news follower

ইউএনও শাহিদুল আলম বলেন,  অভিযানের ভবর পেয়ে মাছ শিকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আলমগীরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাই।

- Advertisement -islamibank

এ সময় তার কাছে বিষ দিয়ে শিকার করা বেশকিছু চিংড়ি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গড়দুয়ারা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান সারোয়ার মোর্শেদ তালুকদার ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়।

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM