চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্ত’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর মহিলা আওয়ামীলীগ নেত্রী রুমকি সেনগুপ্তসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

- Advertisement -

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে টেরীবাজার, আন্দরকিল্লাহ হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

- Advertisement -google news follower

মামলার অন্য দুই আসামি হলেন- অপু ধর রাজ (২৮) ও মোহাম্মদ ইসমাইল (৪০)।

বাদি পক্ষের আইনজীবী বিশ্ব শীল বলেন, নগরের আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় হকারদের কাছ থেকে কাউন্সিলর রুমকি সেন গুপ্ত ও আরো দুই ব্যক্তি চাঁদা দাবি করে আসছিল। এ বিষয়ে গতকাল আদালতে মামলা করা হলে আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM